পুলিশ জানায়, চামড়াঘাট এলাকায় নরসুন্দা নদীতে নৌকা থেকে চোরাই সার একটি ট্রাকে তোলা হচ্ছিল। এ সময় পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৩০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। তবে এ সময় ট্রাকের চালক ও নৌকার মাঝিসহ অন্যরা পালিয়ে যায়।
করিমগঞ্জ উপজেলার সুথারপাড়া ইউনিয়নের গণেশ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তাজউদ্দীন ও শফিকুল ইসলাম শাহিনের উপস্থিতি সারগুলো জব্দ করে করিমগঞ্জ থানায় নেয়া হয়।
সুনামগঞ্জ জেলা থেকে নদী পথে অবৈধভাবে এসব সার করিমগঞ্জে আনা হয়েছে বলে ধারণা পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।